ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

ম্যাচ জয়ের পর যা বললেন বিজয়

স্মৃতি এখনও টাটকা। ঢাকা পর্বের শেষ ম্যাচ ছিল সেদিন। রংপুর রাইডার্স বোলারের আবেদনে এলবি আউট মানতে নারাজ বরিশাল ব্যাটার এনামুল হক বিজয়। এ নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়ান। তবু আউট মেনে ফিরতে হয়েছে ড্রেসিং রুমে। সেই ঘটনার জেরে গুণতে হয়েছে জরিমানা। ঘটনায় অনুতপ্তও তিনি।


তবে শুক্রবার ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে বাস্তবতা তুলে ধরলেন ফরচুন বরিশালের এই ব্যাটার। দলের প্রতিনিধি হয়ে এসে তিনি বলেন, ‘অবশ্যই তাৎক্ষনিক প্রতিক্রিয়া আসে (ভুল সিদ্ধান্ত)। হতাশা কাজ করে। সবাই খালি চোখে কিন্তু দেখেছে আমারটা আউট হয় না। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আউট দিয়ে দিছে। টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে আমার খারাপ লাগাই স্বাভাবিক। তবে ওই মুহূর্তে একটা প্রতিক্রিয়া এসেছে। আমি মনে করি পরবর্তীতে যদি এরকম হয়, চেষ্টা করব মেনে নেওয়ার।’


তবে সেই ঘটনা ফেলে এসেছে মিরপুরেই। এখন লক্ষ্য সামানে দিকে এগিয়ে যাওয়া। ম্যাচ প্রতি উন্নতিতে নজর দিচ্ছেন তারা, ‘আমরা পজিশন নিয়ে ভাবছি না। প্রতিটা ক্রিকেটারের মধ্যেই যে এটুকু আছে যে আমরা আগেরদিন থেকে ভাল করতে চাই। কারণ আমি যতই উপরে যাই বা শীর্ষে থাকি না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু শেষের দুটো। তাই আমাদের চেষ্টা থাকবে আমরা এই ভাল করার চেষ্টাকে যত বেশি এগিয়ে নিতে পারি। ওই দুই ম্যাচ পর্যন্ত।’


সঙ্গে যোগ করেছেন,‘একজন খেলোয়াড় যখন আন্তর্জাতিক খেলে তখন কিন্তু অনেক সুযোগ পায় না। আমরা হয়তো দুইটা বা তিনটা সুযোগ। সবার জন্য এক সুযোগ নয়। বিপিএলও কিন্তু আমাদের জন্য অনেক বড় সুযোগ। এখানে এক-দুইটা ম‌্যাচ চলে যাওয়া আমাদের জন্য অনেক হতাশার। প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা যে ম্যাচই হোক। হতাশা কাজ করে যে কী হলো, আউট হয়ে গেলাম! নিজে নিজে তো আউট হচ্ছিই, তার মধ্যে যদি আবার ওগুলো হয় তাহলে তো খারাপ লাগবেই। সেই হিসেব করে আমার কাছে মনে হয়েছে ওরকম একটা প্রতিক্রিয়া এসেছে। ক্রিকেটার হিসেবে এটা হওয়া উচিত নয়।’


লোয়ার অর্ডারে ঝড় তোলা এমন ব‌্যাটসম‌্যানের থেকে ভালো কিছু শেখার কথা বললেন এনামুল, ‘তার পাওয়ার হিটিং, তার পজিশন, তার ব্যাকলিফট- এগুলো আমি নিতে পারি। সে অসাধারণ হিটার। আন্তর্জাতিকভাবেও সে অনেক সফল। আমি মনে করি আমাদের যারা লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান আছে তারা এগুলো নিতে পারে। আমিও হয়তো শেষ দিকে ব্যাটিংয়ে গেলে চেষ্টা করব এরকমভাবে হিট করার।’

ads

Our Facebook Page